শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আধুনিক মির্জাপুর গড়তে সহযোগিতা চান এমপি শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও আধুনিক মির্জাপুর গড়তে আগামী দুই বছর তিনি নাওয়া-খাওয়া ভুলে রাত দিন কাজ করে যাবেন। এক্ষেত্রে তিনি দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতা আশা করছেন।
গতকাল রোবাবর দুপুরে ৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে উপজেলার হাঁটুভাঙ্গা থেকে লতিফপুর রাস্তার ভুলুয়া খালের ওপর নির্মিত ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। আজগানা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী মুক্তার আলী সিদ্দিকীর সভাপতিত্বে ভুলুয়া খালপাড়ে আয়োজিত সভায় এমপি খান আহমেদ শুভ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানা ওসি আলম চাঁদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইলের অধীনে মেসার্স তাপস ট্রেডার্স এন্ড জিএস এন্টারপ্রাইজ (জেভি) নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন