শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনশন কর্মসূচি ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৬:২৯ পিএম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১১ দিনের কর্মসূচি পালন করেছে বিএনপি। দেশব্যাপী এসব কর্মসূচিতে ব্যাপক জনসমর্থন পাওয়ায় আসন্ন রমজান মানের পূর্বে এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সম্প্রতি স্থায়ী কমিটির সভায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও প্রতীকী অনশন।

শনিবার (১৯ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটি ঘোষিত সেই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আগামী ২২ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। আগামী ২৪ মার্চ বৃহস্পতিবার ঢাকা ব্যতীত সকল মহানগরীতে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে। আগামী ৩০ মার্চ বুধবার সকল জেলা সদরে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রতীকী অনশন। আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার সকল উপজেলা পর্যায়ে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রতীকী অনশন। আগামী ২ এপ্রিল শনিবার ঢাকা মহানগরীতে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন