শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যনসি যেন কোনোভাবেই সংসার জীবনে থিতু হতে পারছেন না। একের পর এক বিয়ে করেও সংসার করতে পারছেন না। ৭ মাস আগে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। গত জানুয়ারিতেই খবর বের হয়, নতুন সংসারে মা হতে চলেছেন তিনি। তবে নতুন সংসারেও তিনি সুখী হতে পারছেন না। ন্যানসি নিজেই তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার এই অসুখী হওয়ার কথা জানিয়েছেন। ন্যানসি বরাবরই তার সংসার জীবন নিয়ে কখনো লুকোচুরি করেননি। যা ঘটেছে অকপটে তা ভক্ত-শ্রোতাদের জানিয়েছেন। সবাইকে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী ন্যানসি। স্ট্যাটাসে ন্যানসি লিখেন, আমার আর মেহেদীর সংসার জীবনের বয়স সাত মাস। এদিকে আমি অন্তঃসত্ত্বা। আমাদের দুজনের জন্যই নতুন করে অল্প দিনের পরিচয়ে একজন আরেকজনের জীবন সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেয়া কঠিন ছিলো। এরই মধ্যে একটি নতুন প্রাণের জন্ম দেয়া যেন আনন্দের চাইতেও দ্বিগুণ ভীতির। আমার দুভাই, ভাবি এবং রোদেলা বাদে দুই পরিবারের কোনো সদস্যর নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস, উল্টো রয়েছে বিদ্রুপ মেশানো হতাশা। সেই সঙ্গে নতুন অতিথির আগমনের সংবাদে অর্থ বা স¤পদ বণ্টনে কে কী পাবে আর কী হারাবে সেসব নিয়ে রয়েছে চুলচেরা হিসাব! আমি নিজেও যেন ভাবতে বসলাম, আচমকাই গোলক ধাঁধায় পড়ে গেলাম। মনে হলো স্বস্তি খুঁজতে গিয়ে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এলাম। বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম। তিনি লিখেন, জীবন চলায় ব্যর্থতার তকমা কপালে জুটেছে। এখন দুজন দুজনের কাছে ভালোবাসার পাত্র-পাত্রী হবার চাইতেও আস্থার হয়ে ওঠাটাই যেন বড় পরীক্ষা। আর প্রতিদিনকার জীবন-যাপন করার প্রক্রিয়া দুজনের এতটাই ভিন্ন যে সেটা রপ্ত করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার! খাওয়া, ঘুমানো, আবেগ-অনুভূতি প্রকাশ করার ভঙ্গি, নিত্যদিনের কথা বলা, মত প্রকাশ, গান শোনা, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, কাছে আসা এর সবই যেন নতুন করে শিখার বিষয়! মনে হলো অল্প দিনেই বেশ হাঁপিয়ে উঠেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন