শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেট জেলা বিএনপির সম্মেলন স্থগিত ! কারন অজানা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৩:৩৩ পিএম

হঠাৎ করেই সম্মেলন ্ও কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে সিলেট জেলা বিএনপির। কাল সোমবার সেই কাঙ্খিত সম্মেলন হ্ওয়ার কথা ছিল। কেন্দ্র থেকে রোববার (২০ মার্চ) দুপুরে মৌখিকভাবে সম্মেলন স্থগিতের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। স্থগিতের সুনির্দিষ্ট কোন কারণ জানানো হয়নি বলেও জানান তারা। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আজকে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হোসেন জীবন ফোনে আমাকে সম্মেলন স্থগিতের কথা জানিয়েছেন। তবে এব্যাপারে এখনও পাইনি লিখিত নির্দেশনা। প্রায় ৬ বছর পর আয়োজন করা হয়েছিলো সিলেট জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সোমবার সকালে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল আলমগীরের। ইতোমধ্যে সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে চলছিল মঞ্চ নির্মাণ। সম্মেলন শেষে কাউন্সিল হওয়ার কথা ছিল। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনেরও প্রস্তুতি নেওয়া হয়েছিলো। এই ৩ পদে ১৩ জন নেতা প্রার্থী হয়েছিলেন। প্রায় ১৮০০ কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতেন। কাউন্সিলের জন্য কাউন্সিলরদের মধ্যে কার্ডও বিতরণ করা হয়েছে জানিয়ে জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তবে হঠাৎ করেই সম্মেলন স্থগিত করা হল। কেনো স্থগিত করা হল তা এখনও আমি জানি না। থাকতে পারে সরকারের চাপও। এদিকে, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমেদ জানান, সম্মেলনের এক সপ্তাহ আগে ভোটার তালিকা জমা দিতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত করেছে। সম্মেলনের পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন