সঙ্গীতশিল্পী ন্যানসি নতুন সংসারজীবন নিয়ে অশান্তি ও অসন্তোষের কথা জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস ও সংসার নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাস দেয়ার পরপরই তিনি স্বামী মহসীন মেহেদীকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। অনেকেই প্রশ্ন করছেন, সংসারের অশান্তির কথা কেনই বা তিনি প্রকাশ্যে এনেছেন, আবার কেনইবা হানিমুনে গেলেন। যেকোনো সংসারে মান-অভিমান ও সমস্যা সৃষ্টি হতেই পারে। এক সময় তা মিটমাটও হয়ে যায়। তাই বলে সেগুলো বাইরে প্রকাশ করা কোনোভাবেই সমীচিন নয়। ন্যানসি এখন গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা ভালো আছি। বেশ আছি। বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। এখানে দারুণ সময় কাটছে আমাদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন