বিনোদন ডেস্ক : আজ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। আজ তিনি দুটি লাইভ শোতে অংশগ্রহণ করবেন। একটি অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ ও অন্যটি আরটিভির ‘তারকালাপ’। দুটি লাইভ শোতে অংশগ্রহণের আগেই গতকাল রাতে বাবা মা ও ছোট বোন মিমকে সঙ্গে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন। মিম বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় বাবা, মা আর ছোট বোন মমি’র কেক কাটার মধ্যদিয়ে। সেইসাথে আমার প্রিয় প্রিয় কিছু মানুষ আছে যারা আমাকে দেশ বিদেশ থেকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান। তবে এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুকে উইশ করা। ফেসবুকে বলা যায় এই দিনটিতে সবার শুভেচ্ছার উত্তর দেয়ার সুযোগ হয় না। আমার জীবনের শ্রেষ্ঠ একটি জন্মদিন হচ্ছে পদ্ম পাতার জল সিনেমার প্রচারণার সময় এতিম বাচ্চাদের সঙ্গে ইফতার খাওয়া।’ এদিকে মিম বাংলা সাহিত্যে অনার্স সম্পন্ন করেছেন রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে। এবার একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা সাহিত্যে মাস্টার্স করছেন। একমাস হলো তার মাস্টার্সের ক্লাশ শুরু করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘যেহেতু বেশ কয়েক বছর ধরে এখানেই পড়াশুনা করছি তাই সবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তাছাড়া আমার শিক্ষকরাও চাইছেন আমি যেন এখান থেকেই মাস্টার্স করি। সে কারণেই একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স করছি। এদিকে বিদ্যা সিনহা মিম সৈকত নাসির পরিচালিত নতুন চলচ্চিত্র ‘পাষাণ’ চলচ্চিত্রের কাজ করছেন। এতে তার বিপরীতে আছেন ওপার বাংলার ওম। চলতি সপ্তাহে সেন্সর সনদপত্র লাভ করেছেন মিম অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘আমি তোর হতে চাই’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন বাপ্পী সাহা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন