শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিরেক্টরস গিল্ডের কার্য নির্বাহী পরিষদ সম্মেলন ডিসেম্বরে

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদ সম্মেলন করবে আগামী ২ ডিসেম্বর। এ আয়োজনে সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ স¤পাদক এস এ হক অলিক। ডিরেক্টরস গিল্ডের সম্মেলনে টাইটেল ¯পন্সর থাকছে রিং আইডি। সংগঠনের নেতারা জানান, সম্মেলন সফল করতে ২ ডিসেম্বর সারাদেশে নাটক-টেলিছবির শুটিং বন্ধ রাখার পরিকল্পনা করেছেন তারা। ৩০ নভেম্বরও একই পন্থা অবলম্বন করবে সংগঠনটি। ওইদিন দেশের টেলিভিশন শিল্পে ভারতসহ বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ করানো, ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার এবং ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোর কাছে দাবি জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হবে ডিরেক্টরস গিল্ডসহ নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন