রায়ান রেনল্ডসের অভিনয়ে ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় পর্ব পরিচালনার দায়িত্ব পেয়েছেন শন লেভি। রেনল্ডস ২০১৬তে প্রথম এই সিরিজের প্রথম পর্বে মিউটেন্ট সুপারহিরো ডেডপুলের ভূমিকায় অভিনয় করেন। ‘ফ্রি গাই’ এবং নেটফ্লিক্সের ‘দি অ্যাডাম প্রজেক্ট’-এর পর তৃতীয়বার রেনল্ডস লেভির পরিচালনায় অভিনয় করবেন। “শন লেভির পরিচালনায় আমার ‘ডেডপুল’ ট্রিলজির আসন্ন ফিল। মটি আরও তীক্ষè হবে,” রেনল্ডস ‘ফ্রি গাই’, ‘দি অ্যাডাম প্রজেক্ট’ এবং ‘ডেডপুল’-এর ছবির সঙ্গে টুইট করেন। টিম মিলার পরিচালিত ২০১৬’র ‘ডেডপুল’ ৭৮৩.১ মিলিয়ন ডলার আয় করেছে। ডেভিড লাইচ পরিচালিত দ্বিতীয় পর্ব ২০১৮তে আয় করে ৭৮৫.৮ মিলিয়ন ডলার। ডিজনি টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সকে অধিগ্রহণ করার পর এটি হবে প্রথম ‘ডেডপুল’ পর্ব। ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন