টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। গত শনিবার টেলিপ্যাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের প্রায় ২৪ ঘণ্টা পর শেষ হয় গণনা। এবারের নির্বাচনে দুটি প্যানেলের একটিতে সভাপতি ছিলেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসিরদের প্যানেল। অন্য প্যানেলের সভাপতি রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল। দুটি প্যানেল থেকে ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩৯ জন, মোট ভোট কাস্ট হয়েছে ২২৮টি।
মন্তব্য করুন