নির্মিত হচ্ছে গণমানুষের প্রিয় অনুষ্ঠান হানিফ সংকেতের ঈদের বিশেষ ইত্যাদি। এবারের ইত্যাদি ধারণ করা হচ্ছে, মিরপুর ইনডোর স্টেডিয়ামে। ইতোমধ্যে তারকা শিল্পীদের নিয়ে এর শুটিং শুরু হয়েছে। এবারের ইত্যাদিতে অংশগ্রহণ করছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব। তিনি ইত্যাদির শুটিংয়ের দৃশ্য ফেসবুকে তুলে ধরে লিখেছেন, অনেকদিন পর করলাম ইত্যাদির শুটিং। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ঈদের জন্য নির্মিত হানিফ সংকেত পরিচালিত এই বিশেষ আয়োজনে ছিল তারকাদের মেলা। তারকা সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে আমি, রবি চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। আমার অত্যন্ত প্রিয় অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান। আরো ছিলেন অভিনেতা মীর সাব্বির, অপুর্ব ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন