শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপস্থাপনায় ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান একসঙ্গে তারা উপস্থাপনা করেছেন। ফেরদৌস বলেন, ‘এই নিয়ে আমি ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনা করছি। আমার সঙ্গে থাকছেন পূর্ণিমা। আমরা দু’জন এরইমধ্যে মহড়ায় অংশ নিয়েছি। আমাদের দু’জনের মধ্যে অভিনয় করার বিষয়ে যেমন ভালো বোঝাপড়া আছে। উপস্থাপনার ক্ষেত্রেও বোঝাপড়া রয়েছে। আমরা ঢাকা ঢাকার বাইরেও বড় বড় শো উপস্থাপনা করি। উপস্থাপনাও যে অনেক বড় একটা শিল্প তা এখন আরো ভালোভাবে উপলদ্ধি করতে পারি। উপস্থাপনা করতে হলে জ্ঞানের প্রয়োজন। কারণ একটি অনুষ্ঠানের পুরো নিয়ন্ত্রণ থাকে উপস্থাপকের হাতেন। তাদের প্রত্যেকটি কথা ভীষণ গুরুত্বপূর্ণ, মূল্যবান। পূর্ণিমা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই নিয়ে আমার চতুর্থবার উপস্থাপনা করা হচ্ছে। একবার শুধু চঞ্চল চৌধুরীর সঙ্গে উপস্থাপনা করেছিলাম। বাকী তিনবারই ফেরদৌসের সঙ্গে। যেহেতু ফেরদৌস আমার খুব ভালো বন্ধু, তাই তারসঙ্গে উপস্থাপনা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানের উপস্থাপনা করার মধ্যে ভালো লাগাও কাজ করে। একজন শিল্পী হিসেবেও ভীষণ সম্মান বোধকরি। চেষ্টা থাকবে এবারের অনুষ্ঠানটিরও সুন্দরভাবে উপস্থাপনা করার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন