সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাটোরে ধানের জমিতে বিদ্যুতায়িত হয়ে ১ জনের মৃত্যু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৪:২৫ পিএম

নাটোরের ধানের জমিতে ইঁদুর মারতে দেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম নজু নামের ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত নজরুল ইসলাম নজু একই এলাকার মৃত বাদল মন্ডলের ছেলে। ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে মৃত নজরুল ইসলামের বড় ভাই আনোয়ার হোসেন ধানের জমিতে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতে। কিন্তু এই বৈদ্যুতিক তারে শক লেগে তারই ছোট ভাই বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিকাপুর আমহাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার ধানের জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেয়। সেই জমিতে সকালে তার আপন ছোট ভাই গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন