যা স্পর্শ করেন তাই স্বর্ণ হয়ে যায়। সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা ধারার ফিল্ম পরিচালনা করে স্টিভেন স্পিলবার্গ বিশ্বখ্যাত হয়েছেন। তার প্রথম মিউজিকাল ‘ওয়েস্ট সাইড স্টোরি’। এটি যেমন বাণিজ্যিক সাফল্য পেয়েছে তেমনি প্রশংসিতও হয়েছে; ৭টি অস্কার মনোনয়ন পেয়েছে ফিল্মটি। তবে তিনি জানিয়েছেন আর মিউজিকাল ধারার ফিল্ম পরিচালনা করবেন না তিনি। সম্প্রতি স্কারবল কালচারাল সেন্টারে প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আর মিউজিকাল পরিচালনা না করার সিদ্ধান্ত জানান স্পিলবার্গ। তবে প্রযোজনায় আপত্তি নেই তার এই ধারায়। বাস্তবে তিনি ফ্যান্টাসিয়া ব্যারিনো এবং ড্যানিয়েল ব্রুকসের অভিনয়ে মিউজিকাল ‘দ্য কালার পার্পল’ প্রযোজনায় আছেন তিনি। প্রযোজনায় কী করে সফল হওয়া যায়, তাকে এমন কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, সবচেয়ে চৌকস কাজ হল আমি একজন নারীকে নিয়োগ করি। আমি সবসময় তা করেছি এবং করে যাব। আমি প্রযোজকের শক্তিতে বিশ্বাস করি। সে শুধু নেতা নয় একজন থেরাপিস্টও। আমি আমার চেয়ে শক্তিশালী একজনকে প্রযোজক হিসেবে বেছে নিই। স্পিলবার্গের পরিচালনায় ‘ওয়েস্ট সাইড স্টোরি’ হল একই নামের ১৯৫৭ সালে প্রথম মঞ্চায়িত গীতিনাট্যের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রূপ। এতে অভিনয় করেছেন অ্যানসেল এলগর্ট, রেচেল জেগলার, অ্যারিয়ানা ডিরোস, ডেভিড অ্যালভারেজ, মাইক ফাইস্ট এবং রিটা মোরেনো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন