শুরু হতে যাচ্ছে আগামীর নতুন নাট্যকার এবং অভিনয়শিল্পীদের নিয়ে আরটিভি ফিকশন ফিয়েস্তা ইন এসোসিয়েশন উইথ প্রিয়ন্তী। এ উপলক্ষে আরটিভি ও প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান ও প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টস-এর সিইও মনোয়ার হোসেন পাঠান, নাট্যকার মাসুম রেজা, পরিচালক সালাউদ্দিন লাভলু, অভিনেতা আহসান হাবিব নাসিম। ফিকশন ফিয়েস্তার মাধ্যমে নতুন গল্প ও অভিনয়শিল্পীদের নিয়ে দেশে এবং বিদেশে নির্মিত ২টি একক নাটক প্রতি সপ্তাহে সম্প্রচার হবে আরটিভিতে। অভিজ্ঞ জুরিবোর্ড কর্তৃক বাছাইকৃত গল্প এবং অভিনয়শিল্পীগণ নির্মিতব্য নাটকগুলোর প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাবে। বছর শেষে ১০০ নাটকের মধ্য থেকে সোস্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা গল্পকার ও অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হবে। ফিকশন ফিয়েস্তার নাটকে নাট্যকার এবং অভিনয়শিল্পী হিসেবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে আপনার গল্প অথবা আপনার নিজের এক থেকে দুই মিনিটের অভিনয়ের ভিডিও আরটিভিরফেইসবুক পেইজে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন