শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তির অপেক্ষায় অপুর এক ডজন সিনেমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২১ এএম

চলচ্চিত্রে নোমান রবিনের ‘কমন জেন্ডার’ দিয়ে যাত্রা শুরু হয় অভিনেতা রাশেদ মামুন অপুর। পরিচালক রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয় দর্শকের দৃষ্টি কাড়ে। এরপর থেকে সময়ের সাথে সাথে চলচ্চিত্রে ব্যস্ততা বেড়ে চলেছে এই অভিনেতার। একের পর এক সিনেমার কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে সিন্ডিকেট নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। শিঘ্রই এটি মুক্তি পাবে। শুটিং করছেন অপূর্ব রানার ‘জলরঙ’, শামীম আহমেদ রনির ‘আবার তোরা মানুষ হ’ এবং এইচ আর হাবিবের ‘জলকিরন’ সিনেমা। এদিকে তার অভিনীত জানোয়ার, নবাব এলএল.বি, কসাই ও ট্রল ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রায়হান ‘রাফির দামাল’ ও ‘পরান’। অনন্য মামুনের ‘অমানুষ’। সৈকত নাসিরের ‘বর্ডার’। ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’। মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’। শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাংচিল’ সহ আরও ৮ টি সিনেমা। প্রত্যেক সিনেমায় তাকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। অপু বলেন, সিনেমার অনেক অফার আসে। তবে, বুঝে শুনে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছি। যেসব সিনেমায় কাজ করেছি তার প্রতিটিতে আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। নিজেও চেষ্টা করেছি সেরাটি দিয়ে কাজটি করতে। এই সিনেমাগুলো করে অনেক তৃপ্তি পেয়েছি। সিনেমাগুলো মুক্তি পেলে আমার চরিত্রগুলো দর্শকদের ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন