শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এইচডি স্ক্রিণে বৈশাখী টেলিভিশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:১২ এএম

এইচডি সম্প্রচারে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বৈশাখী টেলিভিশন । স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সকাল ১১টায় বৈশাখী টেলিভিশন ভবনে এইচডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আপীল বিভাগের প্রাক্তন বিচারপতি একেএম শামসুদ্দিন চৌধুরী মানিক। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, এ এক আনন্দঘন মুহূর্ত। প্রতিষ্ঠার ১৭ বছরে আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে বৈশাখী টেলিভিশন ২৬ মার্চ থেকে এইচডি সম্প্রচারে যাচ্ছে। বিগত দিনে দেশের আপামর মানুষের ভালোবাসা যেমন ছিল, আগামীতেও তাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। কারণ, সম্পূর্ণ এইচডি ফরম্যাটে বৈশাখীর পর্দা হবে আগের চেয়ে আরো বেশি পরিছন্ন ও ঝকঝকে। এইচডি ফরমেট নিয়ে বলতে গিয়ে হেড অব ব্রডকাস্ট মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, এইচডিতে রূপান্তরিত হওয়ার ফলে চ্যানেলের ছবি আগের তুলনায় অনেক বেশি ঝকঝকে হবে। সেক্ষেত্রে দর্শকদের এইচডি মানের ভিডিও উপভোগ করতে সেট টপ বক্স প্রয়োজন হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন