বিনোদন ডেস্ক : দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রতœতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় দৃষ্টিনন্দন স্থানগুলোতে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে। এ ধারাবাহিকতায় ইত্যাদির আগামী পর্ব ধারণ করা হয়েছে যশোরের ঐতিহাসিক ভবন কালেক্টরেট চত্বরে। গত ৫ নভেম্বর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইত্যাদির ধারণ কাজ করা হয়। কালেক্টরেট ভবনের সামনে তৈরি করা হয় দৃষ্টিনন্দন বিশাল মঞ্চ। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি সাধারণ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ইত্যাদির ধারণ উপলক্ষে যশোর শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইত্যাদি ধারণ করা হয় রাঙ্গামাটিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন