শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তিযুদ্ধের ছয় প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম

‘মুক্তিযুদ্ধ৭১’ ও ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট’-এর যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত গবেষণাধর্মী ৬টি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো ২৯ ও ৩০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রমাণ্যচিত্রগুলোর প্রদর্শনীর সময়সূচী হচ্ছেÑ২৯ মার্চ জনযুদ্ধ ৭১ (বিকাল ৪.৩০), ২. মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার (সন্ধ্যা ৬.৩০), বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ (রাত ৮.০০)। ৩০ মার্চ বিলোনিয়ার যুদ্ধ (বিকাল ৫.০০), আকাশে মুক্তিযুদ্ধ (সন্ধ্যা ৬.৩০), একাত্তরের নৌ-কমান্ডো (রাত ৮.০০)। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ শিক্ষকেরা এই প্রামাণ্যচিত্রগুলি নির্মাণ করেছেন। তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধের এই অতীব গুরুত্বপূর্ণ ৬টি গৌরবোজ্জ্বল অধ্যায়কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি সকলের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন