শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পাঁচটি নিকৃষ্ট পুরস্কার পেয়েছে ‘ডায়ানা দ্য মিউজিক্যাল’

৪২তম গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম

প্রথামত অস্কারের একদিন আগেই এ বছরের গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডস দেয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গোল্ডেন রাস্পবেরি ফাউন্ডেশন মনোনয়ন ঘোষণা করে। এই বছর ১১টি বিভাগে র‌্যাযিস দেয়া হয়েছে। এর মধ্যে নতুন অন্তর্ভুক্ত হয়েছে ব্রুস উইলিসকে উপলক্ষ করে; বিভাগটি হল ২০২১ সালে ব্রুস উইলিসের নিকৃষ্টতম পারফরমেন্স, মনোনয়ন তালিকায় আছে অভিনেতার ৮টি ফিল্ম। নয়টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ পাঁচটি র‌্যাযিস পেয়েছে ‘ডায়ানা দ্য মিউজিক্যাল’। তারপরই আছে ‘স্পেস জ্যাম: আ নিউ লেগেসি’: চারটি মনোনয়ন পেয়ে র‌্যাযিস পেয়েছে তিনটি (মনোনয়ন চারটি)। সাধারণত যে সন্ধ্যায় অস্কার দেয়া হয় ঠিক তার আগের দিন দেয়া হয় গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডস, সংক্ষেপে যাকে বলা হয় র‌্যাযিস বা জিআরএ। অস্কারের একেবারে বিপরীত উদ্দেশ্য এটির। অস্কার যেমন দেয়া হয় উৎকৃষ্টতার স্মারক হিসেবে, র‌্যাযিস দেয়া হয় নিকৃষ্টতার স্বীকৃতি হিসেবে। বলা বাহুল্য, অস্কারে যেমন তারার মেলা বসে এখানে ঠিক তার বিপরীত। সাধারণত কোন তারকা উপযাচক হয়ে এই গঞ্জনামূলক পুরস্কার (!) নিতে এখানে আসে না। তবে একেবারে যে আসে না তা নয়। বেশ কয়েকজন তারকা এর প্রহসন-মূল্য বুঝতে পেরে হাজিরা দিয়েছেন। এদের মধ্যে আছেন টম গ্রিন (নিকৃষ্টতম অভিনেতা ও পরিচালক), হ্যালি বেরি (নিকৃষ্টতম অভিনেত্রী), স্যান্ড্রা বুলক (নিকৃষ্টতম অভিনেত্রী), মাইকেল ফেরিস (নিকৃষ্টতম চিত্রনাট্য), জো এস্টারহাস (নিকৃষ্টতম চিত্রনাট্য) এবং পল ভারহোভেন (নিকৃষ্টতম পরিচালক)। মজার ব্যাপার হচ্ছে, ১৯৯৮ সালে ব্রায়ান হেলগেল্যান্ড এবং ২০১০ সালে স্যান্ড্রা বুলক র‌্যাযিস গঞ্জনা লাভের পরের সন্ধ্যায়ই অস্কার পেয়েছিলেন, তবে অন্য চলচ্চিত্রের জন্য। মানবজীবন ও সম্পত্তির সর্বোচ্চ অবজ্ঞা দেয়া হয়নি এ বছর। ২০২০কে বিশেষ গভর্নর পুরস্কার দেয়া হয়েছে।

বলিউডে একই লক্ষ্যে গোল্ডেন কেলা (সোনালী কলা) এবং ঘণ্টা অ্যাওয়ার্ডস দেয়া হয় অনিয়মিতভাবে।
এবার র‌্যাযিস পেয়েছে
১। নিকৃষ্টতম চলচ্চিত্র : ‘ডায়ানা দ্য মিউজিক্যাল’
২। নিকৃষ্টতম পরিচালক : ক্রিস্টোফার অ্যাশলি (‘ডায়ানা দ্য মিউজিক্যাল’)।
৩। নিকৃষ্টতম অভিনেতা : লেব্রন জেমস (স্বভূমিকায়,‘স্পেস জ্যাম: আ নিউ লেগেসি’)।
৪। নিকৃষ্টতম অভিনেত্রী : জিয়েনা ডি ওয়াল (‘ডায়ানা দ্য মিউজিক্যাল’)।
৫। নিকৃষ্টতম পার্শ্ব অভিনেতা : জেরেড লেটো (‘হাউস অফ গুচি’)।
৬। নিকৃষ্টতম পার্শ্ব অভিনেত্রী : জুডি কেই (২ ভূমিকায়, ‘ডায়ানা দ্য মিউজিক্যাল’)।
৭। নিকৃষ্টতম পর্দা সমন্বয় : লেব্রন জেমস এবং যে কোনও ওয়ার্নার কার্টুন চরিত্র (‘স্পেস জ্যাম: আ নিউ লেগেসি’)।
৮। নিকৃষ্টতম প্রিকুয়েল, রিমেক, রিপ-অফ (নকল) এবং সিকুয়েল : ‘স্পেস জ্যাম: আ নিউ লেগেসি’।
৯। নিকৃষ্টতম চিত্রনাট্য : ‘ডায়ানা দ্য মিউজিক্যাল’ (চিত্রনাট্য- জো ডিপিয়েট্রো,সঙ্গীত-ডিপিয়েট্রো এবং ডেভিড ব্রায়েন)।
১০। র‌্যাযি রিডিমার (পুনরাবৃত্তি) অ্যাওয়ার্ড : উইল স্মিথ- ‘কিং রিচার্ড’)।
১১। ২০২১ সালে ব্রুস উইলিসের নিকৃষ্টতম পারফরমেন্স : ‘কসমিক সিন’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন