শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

খ- নাটক রাত আঁধারী

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে বিপদে পড়ে শিলা। কোন এক আঁধার রাতে তার আশ্রয় হয় মফস্বল চিকিৎসক রফিকের বাড়িতে। তারপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। শুধু এক রাতের প্রেক্ষাপটে নির্মিত নাটকে মফস্বল চিকিৎসক রফিকের ভূমিকায় অভিনয় করেছেন  আনিসুর রহমান মিলন। বাড়ি পালানো প্রেমিকা শিলার চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ। আসিফ মো. নজরুলের গল্প ভাবনায় ‘রাত আঁধারী’ নামে নাটকটি পরিচালনা করছেন সুমন রেজা। নাটকটির নাট্যরূপ দিয়েছেন হানিফ পালোয়ান ও আসিফ মো. নজরুল। সম্প্রতি নাটকটির শুটিং হয় গাজীপুরের মাওনায়। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে বছর শেষের নাটক হিসেবে প্রচার হবে নাটকটি। নাটকটি নিয়ে আনিসুর রহমান মিলন বলেন, গল্পটির ধরন ভালো লেগেছে। তাই কাজটি করছি। অন্যদিকে নাজিরা আহমেদ মৌ বলেন, ‘চমৎকার একটি গল্পের নাটক রাত আঁধারী। এক রাতের কাহিনী এবং এক পোশাকের চরিত্র আমার। তার ওপর সহশিল্পী মিলন ভাই। আশা করি কাজটি ভালো হবে। পরিচালক সুমন রেজা বলেন, ‘গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নাটকটি নির্মাণ করতে চাই। বছর শেষের কাজ হিসেবে সবার ভালো লাগবে আশা করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন