বিনোদন ডেস্ক : অভিনেত্রী মৌসুমী হামিদ ভাল অভিনয় করেন, এটা সবার জানা। তবে অনেকে জানেন না, তিনি গাছেও ভাল চড়তে পারেন। যে কোনো গাছে তরতর করে উঠে যেতে পারেন। নারিকেল, সুপারি এবং তাল গাছের মতো কঠিন গাছে অনায়াসে উঠতে পারেন। মৌসুমী বলেন, ছোটবেলায় নারিকেল, সুপারি এবং তাল গাছে বেশি চড়তাম। আমার বেড়ে ওঠা সাতক্ষীরায়। সেখানে বন-জঙ্গলেই ঘুরতে আমার ভালো লাগত। ছোটবেলায় বাসা থেকে প্রায়ই আমরা ভাইবোনেরা এদিক-সেদিক পালাতাম। তখনই গাছে চড়ার অভ্যাস হয়ে যায়। তিনি বলেন, এখনও গ্রামের বাড়িতে গেলে গাছে উঠার লোভ সামলাতে পারি না। আর ফলের মৌসুম এলে নিজেই গাছ থেকে তা পেড়ে আনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন