বিশিষ্ট পরিচালক মনতাজুর রহমান আকবর নির্মিত ৫১ সিনেমার মোট ৬১টি চিত্রনাট্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দান করেছেন। গত সোমবার চিত্রনাট্যগুলো তিনি ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছেন। মনতাজুর রহমান আকবর বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা চলছিল। অবশেষে স্ক্রিপ্টগুলো তুলে দিয়েছি। তিনি জানান, তার পরিচালিত-প্রযোজিত সব সিনেমার স্ক্রিপ্ট গ্রামের বাড়ি বগুড়ার জয়পুরহাটে রেখেছিলেন। সেখান থেকে এনে এগুলো ফিল্ম আর্কাইভে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কুলি, চাকর, আমার মা, প্রেম দিওয়ানা, শান্ত কেন মাস্তানের মতো সুপারহিট সিনেমার স্ক্রিপ্ট। উল্লেখ্য, মনতাজুর রহমান আকবর ১৯৮০ সালে পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রে প্রথম কাজ করেন। পরবর্তীতে তার সহকারী হিসেবে ১৯৮১ সালে জনতা এক্সপ্রেস, মহানগর, সোনার তরী, ১৯৮২ সালে যন্তর মন্তরসহ একাধিক সিনেমায় যুক্ত ছিলেন। ১৯৯১ সালে ন্যায় যুদ্ধ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন