বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন টেইলর সুইফ্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

মার্কিন গায়িকা টেইলর সুইফ্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ আর্টস তথা ‘অনরিস কজা’ দিয়ে সম্মানিত হতে যাচ্ছেন একই সঙ্গে তিনি ‘গ্র্যাজুয়েটিং ক্লাস অফ ২০২২’ সনদও লাভ করবেন। ইয়াঙ্কি স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী এবং অভ্যাগতদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন আসছে ১৮ মে। এই অনুষ্ঠানে কোভিড-১৯ অচলাবস্থার কারণে স্থগিত ২০২০, ২০২১ এবং ২০২২ সালের শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাইভ ডেভিস ইন্সটিটিউট এই বছরই প্রথম টেইলর সুইফ্টকে নিয়ে একটি কোর্স সম্পন্ন করেছে, এই কোর্স পরিচালনা করেছেন রোলিং স্টোন সাময়িকীর লেখক ব্রিটানি স্প্যানোস; স্প্যানোস পিচফর্ক সাময়িকীতেও লিখে থাকেন। সুইফ্ট অ্যারন ডেসনার প্রযোজিত ‘ক্যারোলিনা’ গানে কণ্ঠ দিয়েছেন; এটি অন্তর্ভুক্ত হয়েছে ডিলিয়া ওয়েন্সের ২০১৮তে প্রকাশিত ‘হয়্যার দ্য ক্রড্যাড সিং’ উপন্যাস অবলম্বনে একই নামের চলচ্চিত্রে। গত মাসে সুইফ্ট এড শিরানের সঙ্গে ‘জোকার অ্যান্ড দ্য কুইন’ গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন