শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে উত্তম-সুচিত্রার কালজয়ী ১৭ সিনেমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেন। কালজয়ী এই জুটির সিনেমা দেখে আবেগাপ্লুত ও আনন্দিত হননি এমন দর্শক খুব কম রয়েছে। এখনও তাদের সিনেমার প্রতি দর্শকের আগ্রহ রয়েছে। তাদের এই আগ্রহকে কেন্দ্র করে উত্তম-সুচিত্রা জুটির ১৭টি জনপ্রিয় সিনেমা স্থান পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি অ্যাপে। সিনেমাগুলো হলো দেবী চৌধুরানী, পথে হল দেরী, সাড়ে চুয়াত্তর, এন্টনি ফিরিঙ্গি, শিল্পী, ইন্দ্রানী, হার মানা হার, সাগরীকা, বিপাশা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, দেয়া নেয়া, দ্বীপ জ্বেলে যায়, চৌরঙ্গী, দুই পৃথিবী, উপহার ও সন্ন্যাসী রাজা। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে কালজয়ী সিনেমাগুলো নিয়ে চরকি এবার আয়োজন করেছে। উত্তম-সুচিত্রার সিনেমাগুলো দর্শকদের দেখাতে পারা আমাদের জন্য একটা মাইলফলক। উল্লেখ্য, ভারতীয় বাংলা সিনেমার জগতে মহানায়কখ্যাত উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপার হিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন