গায়িকা মাইলি সাইরাস তার একসময়ের বাগদত্ত অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে তার বাসি হয়ে যাওয়া বাগদানটি নবায়ন করে নিয়েছেন। তবে তিনি মনে করেন বিয়ে করার জন্য তিনি উপযোগী নন।
২০১৩-তে ছাড়াছাড়ির পর কিছুদিন আগে ২৬ বছর বয়সী অভিনেতাটির সঙ্গে ২৩ বছর বয়সী গায়িকাটি তাদের বাগদান নবায়ন করেছেন। একদিকে হেমসওয়ার্থ যেখানে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার জন্য মরিয়া তেমনি অন্যদিকে সাইরাস যেন তাড়াহুড়া করতে নারাজ বা যতটা সম্ভব বিলম্বিত করা যায়।
“তিনি সবসময় এমন আভাস দিয়ে যান যেন তিনি বিয়ে করার মত কনে নন,” এক সূত্র একটি অস্ট্রেলীয় সাময়িকীকে বলেছে।
লিয়ামের ভাই ‘থর’ অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ এরই মধ্যে তিন সন্তানের বাবা হয়েছেন। তার তিন সন্তান ইন্ডিয়া (৪), দুই যমজ ছেলে ট্রিস্টান (২) এবং সাশা’র (২) মা এলসা পাটাকি। ক্রিস মাইলির মানসিকতা নিয়ে শঙ্কিত এবং তিনি শেষ পর্যন্ত কী ঘটবে তা নিয়ে সংশয়ে আছেন।
২০০৯ সালে ‘দ্য লাস্ট সঙ’ চলচ্চিত্রের সেটে লিয়াম আর মাইলির পরিচয় আর অন্তরঙ্গতা হয় এবং ২০১২তে তাদের বাগদান হয়। একবছর পরই তারা আলাদা হয়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন