শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাপেট

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন ২২তম কলকাতা আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপেট’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। চলচ্চিত্রটির নির্মাতা রাজীব আহসান। উৎসবের তৃতীয় দিন ১৩ নভেম্বর বিখ্যাত নন্দন-৩ থিয়েটার হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির ব্যাপ্তি ১৫ মিনিট। প্রখ্যাত নোবেল জয়ী বৃটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার-এর ডাম্প ওয়েটর দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় এই চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন রতন দেব ও দুঃখু সুমন। পাপেট-এর চিত্রগ্রহণ করেছেন নিয়াজ মাহবুব ও রিপন চৌধুরী, শব্দ পরিকল্পনা করেছেন সুজন মাহমুদ, সম্পাদনা করেছেন সামীর আহমেদ, প্রযোজনা করেছেন শহীদ উল্লাহ ভূঁইয়া ও বিকাশ আহম্মেদ এবং বিশ্ব পরিবেশনায় ইন্ডিমাইন্ডস। ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব ১৮ নভেম্বর শেষ হবে। উৎসব পরিচালক যাদব মুলের আমন্ত্রণে পাপেট নির্মাতা রাজীব আহসান উৎসবটিতে যোগ দিতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ছাত্র তরুণ নির্মাতা রাজীব আহসান এই চলচ্চিত্রে ক্ষমতার দাসত্বে শৃঙ্খলিত মানুষের জীবন বয়ান করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন