শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মত কাপ সং নিয়ে রাহাত ও সিঁথি

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স¤প্রতি ফেসবুকে একটি হিন্দি গানের ভিডিও দেখেছিলেন সঙ্গীতশিল্পী সিঁথি। সেখানে ‘কাপ সং’ দেখে তিনি মুগ্ধ হন এবং নিজেই এ ধারার গান করার চেষ্টা শুরু করেন প্রথমে তাঁর বাদ্যযন্ত্রের তালে কণ্ঠে তোলেন সোলসের গান ‘কেন এই নিঃসঙ্গতা...’। গানটি গেয়ে ভিডিও করে ফেসবুকে প্রকাশের পর বেশ সাড়া পান। এরপর কুমার বিশ্বজিতের গাওয়া ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি গেয়েও সাড়া পান। এতে উদ্বুদ্ধ হয়ে সিঁথি প্রথমবারের মত ডিজে রাহাতের সঙ্গে একটি কাপ সং নিয়ে হাজির হচ্ছেন। ডিজে রাহাত বলেন, বাংলাদেশে এটাই প্রথম ‘কাপ সং’ হিসেবে স্টুডিওতে রেকর্ড করা কোনো গান। গানটির শিরোনাম ‘সোনা বন্ধু রে’। মুজিব পরদেশীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে আমরা কণ্ঠ দিয়েছি। হাসান মতিউর রহমানের লেখা গানটির সুর করেন শেফালী ঘোষ। খুব ভালো গেয়েছে সিঁথি। সিঁথি বলেন, আসল গানটির আমেজ ধরে রেখে সংগীতায়োজন করেছেন রাহাত ভাই। বেশ যতœ নিয়ে কাজটি করার চেষ্টা করেছি। মগবাজারের জিটু স্টুডিওতে স¤প্রতি এর রেকর্ড সম্পন্ন হয়েছে। ডিজে রাহাত ফিচারিং এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। আশা করছি, সকলের পছন্দ হবে। উল্লেখ্য, ডিজে রাহাত এর আগে ৬টা অ্যালবাম প্রকাশ করেছেন। তার সঙ্গে কাজ করেছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, দিলরুবা খান, বাউল শফি মন্ডল, কানিজ সুর্বণা, ন্যান্সি, কনা, ঐশী, রমা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন