বিনোদন ডেস্ক : সমকালীন বাংলা সাহিত্যের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। তার জন্মদিন উপলক্ষে বেইলী রোডের মহিলা সমিতির নব নির্মিত ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে ম্যাড থেটার প্রযোজনা নদ্দিউ নতিম নাটকের বিশেষ প্রদর্শনী। আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে নাটকটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন হুমায়ূন ভক্তরা। হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ নদ্দিউ নতিম। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত। হুমায়ূন আহমেদকে তার কাজের মধ্য দিয়ে স্মরণ করতেই ম্যাড থেটারের এই আয়োজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন