লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিশু পার্ক এলাকা থেকে একটি দেশিয় এলজিসহ একাধিক মামলার পলাতক আসামি হাফিজ মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত হাফিজের বাড়ি রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম কেথুড়ী গ্রামে।
রোববার (৩ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি (ওসি) সাহাদাত হোসেন টিটো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রামগঞ্জ শিশু পার্কের সামনে থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে একটি দেশি এলজি উদ্ধার করা হয়।
ওসি সাহাদাত হোসেন টিটো জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও হাফিজের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন