তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন বলে রোববার মন্ত্রিসভা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ভেঙে দেয়ার প্রেক্ষাপটে এই বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিসভা।
তবে এতে আরো বলা হয়, পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী,তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন।
এদিকে এক টুইটার বার্তায় রাষ্ট্রপতি আরিফ আলভি ঘোষণা করেছেন যে কিছু সময়ের জন্য ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
তিনি লিখেন, জনাব ইমরান আহমদ খান নিয়াজি সংবিধানের ২২৪ক অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হবেন, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। কারণ পার্লামেন্ট ভেঙে দেয়ার ফলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাসহ কেউ আর দায়িত্বে নেই।
এদিকে সাময়িক সময়ের জন্য ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও এতদিন সরকার প্রধান হিসেবে যে ক্ষমতা তিনি ভোগ করতেন, তা আর পাবেন না। তিনি কেবল দৈনন্দিন দায়িত্বই পালন করতে পারবেন।
সূত্র : দি নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন