গত দুই বছর করোনার কারণে বন্ধ থাকার পর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান হয়নি। এবার ১৪ এপ্রিল ১ বৈশাখে রমনা বটমূলে অনুষ্ঠান হবে। গত শনিবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ইতোমধ্যে দলীয় পরিবেশনার মহড়ার প্রস্তুতি স¤পন্ন করেছে তারা। বটমূলের বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদনও করা হয়েছে। ছায়ানট জানিয়েছে, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয়-বিধান মান্য করে ছায়ানট দুই বছর বর্ষবরণের অনুষ্ঠান স্বল্প পরিসরে অনলাইনে আয়োজন করে। এবার মূল স্থান বটমূলে আয়োজন করা হবে। প্রতিষ্ঠানটির সভাপতি সন্জীদা খাতুন বলেন, বাংলা বর্ষবরণ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ববাঙালির প্রধান প্রাণের উৎসব। আমাদের প্রত্যাশা, বটমূলে অর্ধশতাধিক বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান হয়ে। এর আগেও রমজান মাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান করেছে প্রতিষ্ঠানটি। এবারের প্রসঙ্গে সন্জীদা বলেন, রমজানের পবিত্রতা আমরা কোনোভাবেই অস্বীকার করি না। ধর্ম ও সংস্কৃতি পর¯পরবিরোধী কিছু নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন