সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোড়েলগঞ্জে পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ২:৪১ পিএম

বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদী থেকে হালিম সরদার(৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খাদ্যগুদাম সংলগ্ন খালের চরে তার মরদেহ পাওয়া যায়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। হালিম সরদার বারইখালী গ্রামের ইউসুব আলী সরদারের ছেলে। সকালে নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হয়নি তার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের শ্বশুর মোহাম্মদ শেখের বাড়ি থেকে হালিম সরদার নদীর চরে মাছ ধরতে যান। বেলা ৯ টার দিকে মাছ ধরার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।
হালিম সরদারের ছোট ভাই মিলন সরদার বলেন, ‘আমার ভাই গড়াজাল নিয়ে নদীতে গিয়েছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনো জানিনা’।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, হালিম সরদারের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন