শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিয়ে ছিল বিপর্যয় : মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ব্রাজিলের লোলাপালুজা উৎসবে এক জুটির বাগদানের সময় পপ গায়িকা মাইলি সাইরাস অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে তার বিয়ে কতটা বিপর্যয়কর ছিল জানিয়েছেন। এক জুটিকে তিনি মঞ্চে ডেকে আনেন, তাদের বাগদানে তিনি সহযোগিতা করেন। এই সময় তিনি বলেন, প্রিয়, আশা করি তোমাদের দাম্পত্যজীবন আমার থেকে ভাল হবে, আসলে আমারটি ছিল মহাবিপর্যয়ের।’ ‘দ্য লাস্ট সং’ ফিল্মের শুটিংয়ের কালে মাইলিলিয়াম প্রেমে পড়েন ২০০৮ সালে। ২০১২তে তাদের বাগদান হয় এবং পরের বছর বাগদান ভেঙে যায়। ২০১৫তে তারা আপস করেন এবং ২০১৮তে বিয়ে করেন। মাত্র এক বছর টিকে ছিল তাদের সংসার। কিছুদিন মাইলি সমলিঙ্গের কেইটলিন কার্টারের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাও টেকেনি বেশি দিন। তারপর তিনি অস্ট্রেলীয় গায়ক কোডি সিম্পসনের সঙ্গে মাস দশেক প্রেম করেন। অন্যদিকে লিয়াম অভিনেত্রী ম্যাডিসন ব্রাউনের সঙ্গে কিছুটা সময় প্রেম করার পর মডেল গ্যাবরিয়েলা ব্রুকসের সঙ্গে জুটি বাঁধেন। গত বড়দিনের ছুটিতে গ্যাবরিয়েলা লিয়ামের পরিবারের সঙ্গে ইউরোপে অবকাশ কাটান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন