শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রধানমন্ত্রীর দপ্তরে এইচ আর হাবিবের ছিটমহল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

গত ২৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত া জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সময় পেলেই বাংলাদেশের ছবি দেখি। তিনি বলেছিলেন, পরিচালক এবং প্রযোজকরা আমার নিকট পেনড্রাইভে ছবি পাঠাতে পারেন। প্রধানমন্ত্রীর এ কথা শুনে আগ্রহী হয়ে পরিচালক ও প্রযোজক এইচ আর হাবিব তার নির্মিত ‘ছিটমহল’ সিনেমাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় পাঠিয়েছেন। সিনেমাটি গত ১৪ জানুয়ারী মুক্তি পেয়েছিল। বাংলাদেশ ভারতের অমিমাংসিত ভূ-খণ্ডে বসবাসকারী কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত হয় ছিটমহল।পরিচালক এইচ আর হাবিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চলচ্চিত্রের অভিবাবক। তিনি সমসাময়িক চলচ্চিত্র দেখেন এবং খোঁজ খবর রাখেন। তাই তার আহব্বানে সাড়া দিয়ে ছিটমহল চলচ্চিত্রের পেনড্রাইভ পাঠিয়েছি। তাঁর সময়েই যেহেতু ছিটমহল-এর মানুষের দঃখ বঞ্চনার অবসান হয়েছে, তাই ছবিটি দিয়েছি তিনি যেন দেখেন। তিনি জানান, পেনড্রাইভটি মাননীয় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। ছিটমহলে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, ডন হক, শিমুল, আনোয়ারুল আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন