মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অর্থনৈতিক দূরবস্থা কাটিয়ে উঠতে ৩৭০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা চিলির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১০:৪২ এএম

চিলির অর্থনৈতিক দূরবস্থা কাটিয়ে উঠতে ৩৭০ কোটি ডলার বরাদ্দ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্রাব্রিয়েল বোরিক। এই অর্থ ন্যূনতম মজুরি বৃদ্ধি, ভর্তুকি এবং অর্থনীতির খাতগুলোতে ব্যয় করার পরিকল্পনা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট গ্রাব্রিয়েল বোরিক বলেছেন, ‘অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনার মধ্যে রয়েছে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা এবং নাগাদ বর্তমান মাসিক ন্যূনতম মজুরি ৩ লাখ ৫০ হাজার পেসো থেকে চার লাখ পেসোতে উন্নীত করা।’
এ ছাড়া সরকার বছরের বাকি সময়ের জন্য গণ পরিবহনের ভাড়া স্থগিত করবে এবং জ্বালানির দামে ভর্তুকি দেবে বলেও জানান তিনি। গ্রাব্রিয়েল বোরিক বলেন, ‘শিক্ষার্থীদের জন্য খাদ্য বৃত্তি ১৫ শতাংশ বাড়ানো হবে।’
অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনার মধ্যে আরও রয়েছে ছোট শিশুদের মা বাবার জন্য ভর্তুকি, সংস্কৃতি কর্মীদের জন্য এককালীন অর্থ প্রদান এবং স্থানীয় সরকারের অবকাঠামো উন্নয়নের জন্য ৩০ কোটি ডলার বরাদ্দ প্রদান।
বোরিক বলেছেন, ‘যারা রাষ্ট্রের তরফ থেকে কিংবা বেসরকারি ফান্ড থেকে কোনো অর্থ সহায়তা পায়নি তাদের সহায়তা করারও এ অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। আমরা ব্যাংকগুলোর মাধ্যমে খনি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক লাখ ডলার অর্থ বরাদ্দ দিতে চাই।’
বামপন্থী রাজনীতিক বোরিক গত মাসে ক্ষমতা গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে আপনাদের উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করার জন্য কাজ করা।’ সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন