শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র নির্মাণে আজাদ আবুল কালাম

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজাদ আবুল কালাম একাধারে অভিনেতা, নাট্যকার এবং নির্মাতা। তবে অভিনেতা হিসেবেই তিনি অধিক পরিচিত। অভিনয়ের বাইরে যেটুকু সময় পান সে সময়টুকু নাটক লিখেন কিংবা নির্মাণে কাজে লাগানোর চেষ্টা করেন। এর আগে তিনটি তথ্যচিত্র ও একটি নাটক নির্মাণ করলেও এবারই প্রথম তিনি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। চলচ্চিত্রের নাম ‘অসুখের নাম ভালোবাসা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রটির পাঁচদিন শুটিংও হয়েছে রাজধানীর উত্তরা, দিয়াবাড়ি, হাতিরঝিলসহ আরও বেশ কয়েকটি এলাকায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, প্রীতি, রাজীব সালেহীনসহ আরো বেশ কয়েকজন। তবে শুটিং শেষে এখন অল্প বাজেটের এই চলচ্চিত্রটি আটকে আছে। আজাদ আবুল কালাম নিজের অর্থ দিয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু করলেও আপাতত বলা যায় অর্থাভাবেই চলচ্চিত্রটির শুটিং বন্ধ হয়ে আছে। আজাদ আবুল কালাম আশাবাদী যে তার চলচ্চিত্রটি নির্মাণ কাজ শেষ করতে কোন প্রযোজক এগিয়ে আসবেন। চলচ্চিত্রটি প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, ‘চলচ্চিত্রটিতে যারাই অভিনয় করছেন তারা প্রত্যেকেই যার যার ক্ষেত্রে অসাধারণ অভিনয় করছেন। আমি যে ভালোলাগা নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ কাজে হাত দিয়েছি আশাকরি শেষ করতে পারলে তা দর্শকের অবশ্যই ভালোলাগবে।’ আসছে মার্চ মাসের মধ্যেই চলচ্চিত্রটি শেষ করতে চান তিনি। এদিকে আজাদ আবুল কালাম প্রয়াত হুমায়ুন ফরীদি, সিরাজগঞ্জের ২৪ জন বীরাঙ্গনা ও বোট (নৌকা) রেস্টুরেন্টের উপর তিনটি তথ্যচিত্র নির্মাণ করেন। গত ঈদে বাংলাভিশনে প্রচার হয় তার নির্মিত প্রথম নাটক ‘আলপিনের আত্মপ্রতিকৃতি’। এছাড়া তার রচিত ‘রোড নাম্বার সাত, বাড়ি নাম্বার তেত্রিশ’ ধারাবাহিকটি নির্মাণ করছেন রুলীন রহমান এবং ‘মহল্লা বিডি ডটকম’ নির্মাণ করছেন সৈম নজরুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন