বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার প্রথমবারের মতো স্বনামে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। তার নতুন এই অ্যালবামের নাম দিয়েছে বাপ্পা। এটি তার ১২তম একক অ্যালবাম। অ্যালবামটিতে থাকছে চারটি গান। তিনটি লিখেছেন শাহান কবন্ধ এবং অন্যটি লোকগান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। ২১ নভেম্বর অ্যালবামটি আন্তর্জাতিক বাজারে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। বাপ্পা বলেন, প্রথমত নিজ নামে অ্যালবাম পৃথিবীর অসংখ্য শিল্পী করেছেন। এখনও করছেন। আমার করা হয়নি। এটা করার কারণ হচ্ছে, এটা আমার প্রথম কোনও অ্যালবাম, যেটি গোটা বিশ্বের সংগীত বাজারে একসঙ্গে প্রকাশিত হচ্ছে সনি ডিএডিসির ব্যানারে। প্রথম আন্তর্জাতিক অ্যালবাম বলেই নামটি স্বনামে রেখেছি। যেন অ্যালবাম ও শিল্পীর নামের বিষয়ে কনফিউশন না তৈরি হয়। উল্লেখ্য, বাপ্পা মজুমদারের এ পর্যন্ত প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ১১টি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন