শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তানভীর তারেকের নতুন মিউজিক ভিডিও তোমার কিছুটা জানি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘তোমার কিছুটা জানি আর কিছুটা জানি না’ এমন শিরোনামের গানের নতুন সিঙ্গেলস ভিডিও নিয়ে এবার হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক তানভীর তারেক। তানভীর তারেকের কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানটি প্রকাশ পাচ্ছে জিরো রেকর্ডসের ব্যানারে। ফারজানা মুন্নি ও রম্য খানের পরিচালনায় এই গানটি ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কটি লোকেশনে ধারণ করা হয়েছে। গানবাংলায় গানটির প্রিমিয়ারের মাধ্যমে গানটি শ্রোতা-দর্শকদের সামনে আসবে। পাশাপাশি এ সপ্তাহের ভেতরে অন্যান্য টিভি চ্যানেল ও ইউটিউবে গানটি প্রকাশ করা হবে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জনি ও সৌমি। একটি প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে পুরো গানটি। চিত্রগ্রহণের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গানটি তৈরি হয়েছে। তানভীর তারেক বলেন, ‘ফারজানা মুন্নি ও রম্য খান খুব ভালোভাবে কাজটি করেছেন। এই কাজটি আমার জন্য বিশেষ কিছু। গানবাংলায় আমার নতুন গানের আড্ডার ভেতরেই মূলত এই সিঙ্গেলসটি তৈরির পরিকল্পনা করেন কৌশিক হোসেন তাপস। তারপর মডেল ও লোকেশন নির্বাচন করে গানটি রিলিজ দেয়া হচ্ছে। গানটির কথা ও সুর আমার দীর্ঘদিনের লালন করা। আশা করছি, গানটির সুর ও সঙ্গীতের বুননে মিউজিক ভিডিওটিও সবাই পছন্দ করবেন।’ ফারজানা মুন্নি বলেন, ‘তানভীর ভাই নিঃসন্দেহে এদেশের একজন মেধাবী সঙ্গীত শিল্পী। তার গান বা অন্যান্য কাজের ধারা অনেক গোছানো এবং ভিন্ন আবেদন সৃষ্টি করে। এই গানটিতে শ্রোতারা তা পাবেন।’ রম্য খান বলেন, ‘আমরা টানা প্রায় ৩ মাস শুধু গানটির ভিডিও ও এর আঙ্গিক নিয়ে গবেষণা করেছি, একাধিকবার মিটিং করেছি গানবাংলায়। সেই পরিকল্পনা আর পরিশ্রমের ফল নিশ্চয়ই দর্শক গানটিতে খুঁজে পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন