সালমান খানের সঙ্গে ‘জয় হো’ চলচ্চিত্রটিতে অভিনয় করলেও এখানে অবস্থান তৈরি করতে পারেননি সানা খান। এখন তিনি ‘ওয়াজা তুম হো’ চলচ্চিত্রটির মুক্তির অপেক্ষায় আছেন। এই ফিল্মটিতে তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে তিনি বেশ কিছু চলচ্চিত্রের অফার পেলেও শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগাতে পারেননি কারণ মুম্বাইেয়ে চলচ্চিত্র জগতে তার কোনও ভালো পৃষ্ঠপোষক নেই।
তিনি একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি তার এই হতাশার কথা ব্যক্ত করেছেন।
সানা বলেন, “কারও নাম উল্লেখ না করেই বলতে চাই তবে আমি আগে থেকেই জানতাম, ‘জয় হো’র মত চলচ্চিত্রে কাজ করার পরও পরপর কয়েকটি চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত কোনও কারণ ছাড়াই বাদ পড়ে যাই। এর কারণ হলো এখানে ক্ষমতাবানদের মধ্যে আমার পরিচিত কেউই নেই। এটি এতো ঘনঘন ঘটেছে যে আমার মনে হত একজন পৃষ্ঠপোষক পেলে ভাল হত।”
বিশাল পা-্য পরিচালিত ‘ওয়াজা তুম হো’তে আরও আছেন শরমন জোশি। গুরমিত চৌধরি, রজনীশ দুগ্গাল এবং শার্লিন চোপড়া। ফিল্মটি ২ ডিসেম্বর মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন