শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমি খুব সহজে ভয় পেয়ে যাই : টেইলর লটনার

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিনেতা টেইলর লটনারকে সারা দুনিয়া চেনে ‘টোয়াইলাইট’ চলচ্চিত্র সিরিজে জেকব ব্ল্যাক চরিত্রে অভিনয়ের জন্য। তিনি জানিয়েছেন হরর ফিল্ম দেখতে খুব পছন্দ করলেও খুব সহজেই তিনি ভয় পেয়ে যান।
“আমি খুব সহজেই ভয় পেয়ে যাই আর আঁতকে উঠি। আমি হরর ফিল্ম খুব পছন্দ করি, তাই এই ধারার ফিল্মে কাজ করা আমার জন্য খুব সহজ,” তিনি বলেন।
সিউসিটি জার্নাল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার এবং টিভিতে কাজ করা অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয়ের পর লটনার ফক্স নেটওয়ার্কের ‘স্ক্রিম কুইন্স’ নামের হরর সিরিজটিতে কাজ করেছেন।
তিনি সিরিজটি সম্পর্কে বলেন, “এটিতে সবাইকে আনন্দ দেবার মত কিছু না কিছু আছে।”
“এটি মজার, এটি ভয়ের। আবেদনময়... আমার মনে হয় এটি সবার জন্যই উপযোগী,” তিনি আরও বলেন।
ক্যারিয়ার সম্পর্কে তিনি বলেন : “আমার জন্য ব্যতিক্রমী আমি সবসময় এমন কিছু খুঁজি... যা আমি আগে করিনি। চ্যালেঞ্জ আছে এমন ভূমিকা আমার পছন্দ- দর্শক আমাকে যেমন ভাবতে পারে না।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন