এই সময়ে বিজ্ঞাপনের অন্যতম পরিচিত এবং আলোচিত মুখ কারার মাহমুদ। দেশের বেশকিছু জনপ্রিয় এবং আলোচিত ব্র্যান্ড-এর বিজ্ঞাপনে কাজ করার কারণে বিলবোর্ড, ব্যানার, ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকায় প্রায়ই দেখা যায় তাকে। এ পর্যন্ত ১০০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এখন বিজ্ঞাপনের পাশাপাশি অভিনয়ে মনোযোগী হয়েছেন। সম্প্রতি মতিয়া বানু শুকুর রচনা এবং মো রবিউল শিকদারের পরিচালনায় ‘উষ্ণ ছোঁয়া’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া বিশেষ নাটক ‘বাইক্কপ্টার’ নামে আরেকটি নাটকে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আছে আরো কিছু নাটক ও হাতে রয়েছে ঈদের জন্য কিছু ফিকশন, শর্টফিল্ম ও বিজ্ঞাপন্কারার মাহমুদ জানান, অনেকগুলো কাজে নিজেকে যুক্ত করেছি। অনেক অফার এলেও আমি মানসম্পন্ন কাজের প্রতি আগ্রহী। তাই কাজের সংখ্যা কম। তবে হঠাৎ করেই কাজের সংখ্যা বেড়ে গেছে। তবে আমি মাসে দুই বা তিনটা মানসম্মত নাটকে কাজ করতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন