স্টাফ রিপোর্টার : প্রখ্যাত চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর ছেলে মো. হাফিজুর রহমান ও চট্টগ্রাম নিবাসী মো. শহিদুল ইসলাম চৌধুরীর মেয়ে নুসরাত শারমিনের বিবাহোত্তর সংবর্ধনা সম্প্রতি গুলশান শ্যুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম), সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক এমপি নূরে আলম সিদ্দিকী, সাবেক এমপি চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, দৈনিক খবর সম্পাদক ড. মিজানুর রহমান মিজান, সাবেক সচিব ড. কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ প্রমুখ। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতিসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন