শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘অপরাজিতা অপু’র পরে বন্ধ হয়ে যাচ্ছে ‘যমুনা ঢাকি’, ‘কড়ি খেলা’?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

টেলিপাড়ায় জোর খবর। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র পথেই নাকি হাঁটতে চলেছে আরও দুই ধারাবাহিক ‘যমুনা ঢাকি’, ‘কড়ি খেলা’। অনেক দিন ধরেই দুটো ধারাবাহিকের টিআরপি তলানিতে। তা ছাড়া, আরও নতুন ধারাবাহিকের নাকি আসার কথা। ‘যমুনা ঢাকি’ অনেক দিন ধরে চলছেও। সব মিলিয়েই এই সিদ্ধান্ত। রটনা সত্যি? এই কৌতূহল নিয়ে যোগাযোগ করলে ‘যমুনা ঢাকি’র প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী জানান তাঁর কানেও পৌঁছেছে খবরটি। তার পরেই স্নেহাশিস বুধবার রাতে যোগাযোগ করেন জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে। সেখান থেকেই আশ্বাস পেয়েছেন, ধারাবাহিক বন্ধের কোনও সিদ্ধান্ত আপাতত নেই তাঁদের। কথায় কথায় প্রযোজক-পরিচালকের আরও দাবি, রেটিং চার্টে ‘যমুনা ঢাকি’ জি বাংলাকে উঁচুতে তুলে দিয়েছিল। একই ভাবে ‘খুকুমণির হোম ডেলিভারি’ টক্কর নিতে সহযোগিতা করেছিল স্টার জলসাকে। স্নেহাশিসের হাতে একাধিক গল্প তৈরি। যে কোনও চ্যানেল থেকে সবুজ সংকেত পেলেই নতুন বছরে সুখবর দেবেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Mijanur Rahman ১১ এপ্রিল, ২০২২, ১০:৫৬ এএম says : 0
SOB SIRIAL BONDHO HOUK BANGLADESHE
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন