নতুন আঙ্গিকে বিটিভিতে শুরু হতে যাচ্ছে আশির দশকের জনপ্রিয় লোকগাঁথা নিয়ে নির্মিত অনুষ্ঠান হীরামন। এতে দেশের বিভিন্ন এলাকার লোকগাঁথা ও কবি-সাহিত্যিকদের লেখা নিয়ে নাটক নির্মিত হয়। সে সময় অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই অনুষ্ঠানটিই নতুন করে বিটিভি শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে বিটিভির স্টুডিওতে নতুনভাবে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছে। শিগগিরই প্রচার শুরু হবে। উল্লেখ্য, বিটিভির প্রযোজক মুসা আহমেদের প্রযোজনায় আশির দশকে লোককাহিনী অবলম্বনে নির্মিত অনুষ্ঠানটির মাধ্যমে অভিনয় করে অনেকে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ঝুনা চৌধুরী, নৃত্যশিল্পী নিপাসহ আরও অনেকে এ অনুষ্ঠানে নিয়মিত অভিনয় করতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন