শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হয়েছে হাবিবের গান জমবে মেলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ঈদে মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত সিনেমা গলুই। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। গত শনিবার প্রকাশ করা হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘জমবে মেলা। এতে হাবিবের সাথে কণ্ঠ দিয়েছেন জারিন। হাবিব বলেন, অনেকদিন পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। সম্ভবত প্রায় পাঁচ বছর পর। শেষ কোন সিনেমায় গান গেয়েছি তা মনে নেই। জমবে মেলা নিয়ে হাবিব বলেন, প্রথমত আমি যেটা চেয়েছি নির্মাতা এস এ হক অলিক সেটা আমাকে করতে দিয়েছেন। কাজটি করতে আমি কনভিন্সড হয়েছি। তাছাড়া অনুদানের সিনেমা, অলিক ভাইয়ের কাজ ভালো হবে ভেবেই গানটি করেছি। বৈশাখের থিমকে মাথায় রেখে চিত্রায়িত হয়েছে গানের দৃশ্য। এতে অংশ নিয়েছেন শাকিব খান, পূজা চেরিসহ সহশিল্পীরা। জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় এটি পরিচালনা করেন এস এ হক অলিক। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে গলুই। এতে জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন