প্রায় ৬ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছেন চিত্রনায়ক শাকিব খান। আগামী ২৫ এপ্রিল তার দেশে আসার কথা রয়েছে। তার দেশে আসার কারণ ঈদে মুক্তি প্রতিক্ষাধীন সিনেমার প্রচারণার কাজে যোগ দেয়া। দেশে ঈদ পালন করে জুনের শেষ দিকে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা নিয়েছেন। একটি সিনেমা বানানোরও ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে এক আয়োজনে সিনেমাটির মহরত হয়। আগামী বড় দিনে মুক্তি দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এসবই এখন পর্যন্ত ঘোষণা হয়ে রয়েছে। তার মূল টার্গেট যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করা। ইতোমধ্যে গ্রীন কার্ডের জন্য আবেদন করেছেন। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্বের আবেদন করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন