আবার সংবাদ শিরোনামে এসেছেন ‘ডায়মন্ড’ গায়িকা রিয়ানা। তার অনামিকায় একটি সলিটেয়ার হীরার আংটি শোভা পাচ্ছে দেখে শুরু হয়েছে কানাঘুষা। বর্তমানে অন্তঃসত্ত্বা গায়িকার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিক এসাপের বাগদান সম্পন্ন হয়েছে বলেই সবাই ধারণা করছে। তার অনামিকার আংটিটি ব্রিনয় রেমন্ডের স্লোন সলিটেয়ার রিং। বেশ কিছু সময় তার আঙ্গুলে এই আংটিটি শোভা পাচ্ছে। সবসময় অনামিকায় পরেন না তিনি এটি। সম্প্রতি তাকে আংটিটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে গায়িকা বলেন, ‘এই পুরনো আংটি? দেখে মনে হচ্ছে, এটি তুমি আগে দেখনি আমার আঙ্গুলে।’ স্পষ্টতই তিনি স্বভাবসুলভ রসিকতা করছিলেন। তবে এসাপের সঙ্গে বাগদান হয়েছে কীনা এমন প্রশ্ন করলে তা এড়িয়ে তিনি তার গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এদিকে গর্ভস্থ সন্তান নিয়ে তিনি কোনও লুকোছাপা করছেন না। আর এ ক্ষেত্রে প্রায় সবসময় তার প্রেমিক এসাপ থাকছেন যেকোন ফোটোশুটে। সন্তানসম্ভবা হলেও তার সামাজিক কাজ, তার সঙ্গীত এবং ফেন্টি লাইন নিয়ে ব্যস্ততা কিছু কমেনি। তিনি জানিয়েছেন, একজন চরম মায়ের ভূমিকা পালন করবেন তিনি। এছাড়া আগামী অ্যালবামের কাজও চালিয়ে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন