এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত ও তার স্বামী অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সন্তানদের পড়াশোনার জন্যই তাদের আমেরিকা থাকতে হয়। সম্প্রতি বিপাশা দেশে ফিরেছেন। তার একটি একক চিত্র প্রদর্শনীতে অংশ নিতে দেশে এসেছেন। ১৬ এপ্রিল ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হচ্ছে তার একক চিত্র প্রদর্শনী ‘প্রস্তরকাল’। চলবে ঈদের আগ পর্যন্ত। বিপাশা হায়াত বলেন, অনেকদিন বিরতির পর দেশে আমার একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে। আমি আসলে ছবি আঁকি না, ছবি প্রকাশ করি। ছবির মাধ্যমে আমার ভেতরের ভাবনাগুলো দৃশ্যমান হয়। ওই মুহূর্তে আমার ভেতরে যে ভাবনা চলে, সেটিকেই আমি ক্যানভাসে তুলে আনার চেষ্টা করি। তিনি বলেন, গত দুবছর আমেরিকায় অবস্থানকালীন চিত্রকর্মগুলো তৈরি করেছি। আমেরিকায় থাকলেও দেশে যেভাবে ছিলাম, কাজ করতাম, ওখানে সেভাবেই কাজ করছি। বলা যায় ব্যস্ততা নিয়েই সময় কাটাই আমেরিকায়। সেখানে কিন্তু দেশের মতো অবসরে থাকার সুযোগ কম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন