শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কনসার্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

রক ব্যান্ডদল শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ মে আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘দ্য অনলি হেডলাইনার’। এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা। কনসার্টে শিরোনামহীনের সঙ্গে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা পারফর্ম করবে। এছাড়াও দেশের বরেণ্য এবং খ্যাতনামা, লিজেন্ড ব্যান্ড স্টার পারফর্ম করবেন এই কনসার্টে। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং কর্ণধার জিয়াউর রহমান বলেন, মেটালিকা, স্করপিয়নস-এর বিখ্যাত এস অ্যান্ডএম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়, যদিও মিউজিক্যাল ফিল্ডে অস্বাভাবিক সীমাবদ্ধতা এবং একাডেমিক মিউজিক চর্চার অনুপস্থিতির কারণে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য দেশের শ্রোতাদের হয় না। এই কনসার্টে দর্শক-শ্রোাতারা এক নতুন অভিজ্ঞতা পাবেন। ব্যান্ডের অন্যতম ক¤েপাজার কাজি আহমেদ শাফিন জানান, এই প্রজেক্টের পেছনে বিগত ছয় মাস পরিশ্রম করতে হয়েছে। সফল আয়োজন স¤পন্ন হলে, উপস্থিত দর্শক শ্রোতারা তাদের জীবনের অবিস্মরণীয় এক স্মৃতি নিয়ে গ্রাউন্ড থেকে ফিরে যাবে। এ রকম আয়োজন আমাদের পক্ষে আর হয়তো কখনোই করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিরোনামহীন ছাড়াও বাপ্পা মজুমদার, সুমনসহ অন্যান্যরা পারফরম করবেন। এছাড়া শিঘ্রই টিকেট পোর্টাল উন্মুক্ত করে শিরোনামহীন অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হবে। আয়োজকদের দাবি, দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে সাউন্ড, স্টেজ, লাইট সবকিছুই দেশের সর্বোচ্চ মানের এবং কিছু ক্ষেত্রে বিদেশ থেকে আনা হচ্ছে। চতুর্থ জেনারেশানের এলইডি ম্যাপিং এর কারণে এর ভিজুলাইজেশান হবে সম্পূর্ণ আলাদা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন