শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বন্যার গানের অ্যালবাম সংরক্ষণ ও ওয়েবসাইট করছে সরকার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া গানের অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই সঙ্গীতশিল্পীর সঙ্গীতকর্ম ছাড়াও তার জীবনী, দুর্লভ ছবি দিয়ে একটি ওয়েবসাইটও সাজানো হচ্ছে। সরকারিভাবে এবারই প্রথম কোনো শিল্পীর সঙ্গীতকর্ম সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে অন্য শিল্পীদের কাজও সংরক্ষণ করা হবে। সরকারের এমন উদ্যোগে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, সরকারের পক্ষ থেকে এই দায়িত্ব নেওয়ায় ভালোই হয়েছে। প্রযুক্তিগত দিক তো আমরা এতোটা বুঝি না। আমাদের মতো শিল্পীদের গান সংরক্ষণ করার উদ্যোগটা প্রশংসনীয়। বন্যাকে নিয়ে যে ওয়েবসাইট সাজানো হচ্ছে সেটার উন্নয়নে কাজ করছেন সঙ্গীতশিল্পী ও অডিও প্রকৌশলী জুয়েল মোর্শেদ। ঈদের পর আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটি উন্মোচন করা হবে। এদিকে, বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে নতুন গান ‘মঙ্গলবারতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে গানটি। গানের সঙ্গীতায়োজন করেছে সৈকত বিশ্বাস। বন্যার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীবসহ একদল শিল্পী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন